About Course
আসতে না আসতেই ধুমকেতুর গতিতে চলে যাচ্ছে রমজান। প্রতি বছরই হয় কি, কিছু বুঝে উঠার আগেই আমরা অনুভব করি এক চরম সৌভাগ্য হাতছাড়া হয়ে গেছে। বরাবরের মতোই এবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে না?!
রমজানের শেষ পরতে এক সুবর্ণ সুযোগ আমাদেরকে হাতছানি দেয়। শেষ দশদিনের একটি পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক পরিবর্তন যেমন সফল করতে পারে আপনার পুরো রমজান, তেমনি এর রেশ ধরে রাখতে পারেন বছরের বাকি সময়টা। ইন শা আল্লাহ্।
আপনার সুন্দর এই সংকল্পটাকে আমরা চমৎকার একটি পরিকল্পনা ও রুটিন দিয়ে সহায়তা করতে চাই। সহযোগী হতে চাই আপনার সফল একটি রমজানের। স্বাক্ষী হতে চাই আপনার সফলতার।
সেই সূত্রে, মাত্র ৩ এপিসোডের একটি প্রি-রেকর্ড কর্মশালা আনতে যাচ্ছে ইকরা অনলাইন একাডেমি। শেষ দশদিনের গুরুত্ব, প্রস্তুতি ও আমলের একটি পরিচ্ছন্ন রোডম্যাপ সাজানো হচ্ছে আপনাদের জন্য।
পরিবেশনা করবেন আমাদের দুইজন মেন্টর আবু হুজাইফা (১) ও (২)।
প্রথম ২০ জন এনরোলকারীর মধ্য থেকে ৫ জন এবং পরীক্ষায় বিজয়ীদের মধ্য থেকে ৫ জন সহ মোট ১০ জন পাবেন RootLifeBD এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।
তো, আর দেরি না করে মাত্র ৫০ টাকার কর্মশালাটি এনরোল করতে নক করুন আমাদের পেইজের ইনবক্সে।
পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও সফল রমজানের পথে সহায়তা করুন। হয়তো তার আমলের কারণে আপনি সওয়াবের অংশীদার হতে পারবেন।
কর্মশালাঃ রমজানের শেষ দশ দিন যেভাবে সফল করবেন
ইন্সট্রাক্টরঃ আবু হুজাইফা (১), আবু হুজাইফা (২)
মোট সেশনঃ ৩ টি
ধরণঃ রেকর্ডেড ভার্শন
মূল্যঃ ৫০ টাকা
Course Content
রমজানের শেষ দশক (গুরুত্ব)
-
শেষ দশকের গুরুত্ব ও ফজিলত
33:40 -
শেষ দশকের পাথেয়
রমজান শেষ দশক (প্রস্তুতি)
রমজান শেষ দশক (আমলের প্রয়োগ-১)
রমজানের শেষ দশক (আমলের প্রয়োগ-২)
Student Ratings & Reviews
I thank all the the ustad and wish them a sustainable prosper in both here and hereafter the life.
আল্লাহ সংশ্লিষ্ট সকলকে কবুক করে নিক আমিন। জাযাকুমুল্লাহু খইরন রিমাইন্ডার ওয়ার্কশপটির জন্য।
রমাদান এর শেষ ১০ দিনের আমল এর মাধ্যমে সারাজীবন এ এর প্রয়োগ ঘটাতে চাই, ইন শা আল্লাহ।
আল্লাহ তাওফিক দান করুন, আমিন।
জাযাকাল্লাহু খাইরান।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের পরিপূর্ণ আমল করার তাওফীক দান করুন। আল্লাহ সকল কে ক্ববুল করে নিন।
ইল্লা মা শা আল্লাহ।
অনেক গুছানো কোর্স আমি চিন্তাও করতে পারি নি।
আল্লাহ আপনাদের কাজগুলোকে নাযাতের উছিলা বানান।
উস্তাযকেও আল্লাহ কবুল করুক।
আমাদেরকে আমল করার তৌফিক দিক,আমিন।
জাযাকাল্লাহ খাইরান।