About Us

আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু ‘আলা রাসূলিল্লাহ। ওয়া ‘আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া মান ওয়ালাহ।

আল-কুরআনের প্রথম নির্দেশ ‘ইকরা’ অর্থাৎ পড়ো। পড়লেই শেখা যায় আর শিখলে শেখানোও যায়। শেখা এবং শেখানো এ দুটো মিলেই হলো শিক্ষা।

শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। উন্নত শিক্ষা উন্নত জাতি গঠনের নিশ্চয়তা দেয়। আর নৈতিক শিক্ষা যেকোনো জাতিকে সৎ, সভ্য ও পরিমার্জিত জাতির মর্যাদা উপহার দেয়। শিক্ষক ও শিক্ষার্থী সবার জন্যই জ্ঞান চর্চার নানামুখী সুযোগ উন্মুক্ত করার অভিপ্রায়ে ইকরা অনলাইন একাডেমী অফার করছে অনেকগুলো একেডেমিক কোর্স ও শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম।

ইকরা অনলাইন একাডেমী বাংলা ভাষায় ইসলামী শিক্ষা ও জ্ঞান অর্জনের একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম। এখানে ক্লাসিক্যাল ইসলামী শিক্ষার পাশাপাশি অধ্যয়ন, গবেষণা ও ভাষাগত দক্ষতার উপর পর্যায়ক্রমে বিভিন্ন কোর্স অফার করা হবে। আরবী ভাষা শিক্ষার জন্য পৃথকভাবে ‘আরবী ভাষা শিক্ষা’ থাকছে। কোরআন শিক্ষার জন্য আছে “তাজউইদ শিক্ষা” কোর্স। এছাড়া সম্প্রতি সাড়া জাগানো কর্মশালা “কোরআনিক পাজল” সহ দৈনন্দিন নানান জীবনঘনিষ্ঠ বিষয়ের উপর কোর্স সংযুক্ত হচ্ছে। আর মাদরাসা শিক্ষক, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক, দা‘ঈ ইলাল্লাহ, ইমাম ও খতীবদের জন্য শিক্ষাদান পদ্ধতিসহ দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু প্রশিক্ষণমূলক কোর্সে অংশগ্রহণের সুযোগ থাকবে। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদরাসার গ্র্যাজুয়েট দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র শিক্ষকগণ এ কোর্সগুলোর প্রশিক্ষক হিসেবে থাকবেন। প্রতিটি কোর্সে থাকবে বিষয়ভিত্তিক নোটসহ পূর্ণাঙ্গ ভিডিও লেকচার। কোর্স কন্টেন্ট ব্যবহার করে রেজিস্ট্রেশনকারী যেকোনো ব্যক্তি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারবেন। MCQ, Assignment ও পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কোর্সটি সমাপ্ত করতে পারলে অংশগ্রহণকারী ব্যক্তি সার্টিফিকেট লাভ করবেন।এছাড়া পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ন শিক্ষার্থীদের জন্য নানান উপঢৌকন সহ ক্রেস্টের ব্যবস্থাও করার পরিকল্পনা নেয়া হয়েছে।

এক নজরে একাডেমি

প্রতিষ্ঠাতা

একঝাঁক উদ্যোমী আলেম ও দ্বীনী তরুণ ইকরা অনলাইন একাডেমির পরিচালনায় নিয়োজিত আছেন।

লক্ষ্য ও উদ্দেশ্য

শিক্ষাপ্রতিষ্ঠানের লম্বা বিরতি। শিক্ষার্থীরা দুশ্চিন্তায়। শিক্ষকরাও তাদের প্রিয় ছাত্রদের ভবিষ্যৎ ভেবে উৎকণ্ঠায়।

এদিকে প্রযু্ক্তির কল্যাণে সবার হাতে হাতে মোবাইল ফোন। যদিও এর সঠিক ব্যবহার খুব কমসংখ্যকই জানে। যার ফলে অবসর সময়গুলো অযথাই নষ্ট হচ্ছে। অথবা জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

দরদী অভিভাবকেরা ভেবেছেন-

হাতের মোবাইল ফোনটিই যেন হয়ে উঠে ইলম চর্চার মাধ্যম। বিরতির সময়গুলোতে প্রযুক্তির বিষাক্ত থাবায় যেন জীবন ধ্বংসের মুখে না যায়।

কে করাবে কোর্স?

প্রশ্ন ছিল, কার মাধ্যমে এসব দুর্বোধ্য কাজ আঞ্জাম দেয়া সহজেই সম্ভব হবে? কে শেখাবে ইলম চর্চায় প্রযুক্তির সঠিক ব্যবহার? প্রযুক্তি ও ইলমের সমন্বয় বড় কঠিন এক চ্যালেঞ্জ ছিল।

ইকরা অনলাইন একাডেমী’র দায়িত্বশীলগণ বিষয়টি নিয়ে ভেবেছেন। আয়োজন করেছেন বিশেষ এইসব কোর্সের। দেশ বিদেশের বিভিন্ন ইলমী ও টেকনোলজি প্রতিষ্ঠানের সুযোগ্য ও অভিজ্ঞজনদের তত্ত্বাবধানে।

বর্তমানে কোর্সগুলো পরিচালনা করছেন- সৌদি আরব, মিশর, ইউকে ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত আলেমগণ। এছাড়া বোনদের জন্য আলাদা উস্তাযা প্যানেল তো আছেই।

কার্যক্রম

বর্তমানে একাডেমির যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। 

ইকরা অনলাইন একাডেমী আয়োজন করছে ইলমের সাথে গভীরতা সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু শর্ট কোর্স দেশ বিদেশের বিভিন্ন ইলমী ও টেকনোলজি প্রতিষ্ঠানের সুযোগ্য ও অভিজ্ঞজনদের তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে এ কোর্সগুলোর। 

পরবর্তীতে টেকনোলজী সংক্রান্ত জেনারেল বিভিন্ন কোর্সের আয়োজনও করা হবে ইনশাআল্লাহ। 

সাপোর্ট টিম

  • সকল কোর্সের তত্ত্বাবধানে আছেন আমাদের নিয়মিত পরিচালনা পর্ষদ
  • গ্রাফিক্স এন্ড কমিউনিকেশন টীম হিসেবে আছেন ডিজাইনিঙয়ে দক্ষ টীম
  • কোর্স ম্যানেজমেন্ট দেখাশোনা করছেন ম্যানেজিং ডিপার্টমেন্ট

ইলমী তত্ত্বাবধান

  • ইকরা অনলাইন একাডেমী যাবতীয় ইলমী বিষয় তত্ত্বাবধানে- 
    • প্রশিক্ষক হিসেবে আছেন দেশ-বিদেশের দক্ষ উস্তায ও উস্তাযাগণ
    • রচনা, শ্রুতিলিখন ও নোট নির্মাণে নিরলস কাজ করছেন বেশ কিছু দ্বীনী ভাই-বোন।

টেকনোলজি সাপোর্ট 

  • আইটি ও ওয়েব ডেভেলপের কাজে চুক্তিবদ্ধ আছে একটি স্বনামধন্য ওয়েব ডেভলপমেন্ট কোম্পানী

সহযোগী প্রতিষ্ঠান 

  • ইলমী বিষয়ক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমাদের সাথে আছে ইকরাহাউস বুকশপ