ডিপ্লোমা ইন কোরআন কোর্সের সহায়িকা গ্রন্থসমূহ

সর্বমোট ৫ টি মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে ডিপ্লোমা ইন কোরআন কোর্সের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। উস্তাদগণ প্রধাণত নিজ জীবনে আরবী, উর্দুতে রচিত এই বিষয়গুলোর গ্রন্থ পড়ে যা শিখেছেন সেসবই আমাদেরকে শিখাবেন। যেহেতু ডিপ্লোমা ইন কোরআন অনলাইনে এই প্রথম প্রচেষ্টা তাই এর সিলেবাস অনুসৃত হুবহু পাঠ্যবই কোথাও পাওয়া যায়না। তবে আমরা আমাদের সাবজেক্টগুলো যে গ্রন্থগুলোর উপর নির্ভর করে পড়ানো হবে সে বই গুলো আপনাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরবী শেখার বইগুলো অবশ্যই লাগবে।

আমাদের দারসগুলো মূলত প্রেজেন্টেশনের মাধ্যমে প্রদান করা হবে। সেখানেই প্রতিটি দারসের খুঁটিনাটি তুলে ধরা হবে। এছাড়া সেইসব স্লাইডগুলো নোট আকারেও দেয়া হবে। দারসের উপর ভিত্তি করে লেকচার শীটেরও ব্যবস্থা থাকবে।

আপনার যা যা লাগবেঃ

আপনাকে একটা নোটবই ও অবশ্যই রাখতে হবে

এসো আরবী শিখি বইয়ের পিডিএফ আমরা এখানে দিলেও হার্ডকপি কিনে নিতে পারলে আপনার জন্য ভালো হবে।

এসো আরবী শিখির হার্ডকপি বই কিনতে পারবেন নিচের লিংকে অর্ডার করেঃ

এসো আরবী শিখি ৩ খন্ড একত্রে ১৫০ টাকা (রকমারি)

মিযানুসসরফ ও মুনশায়িব কিনতে পারবেন নিচের লিঙ্কে অর্ডার করেঃ

মিযানুসসরফ ও মুনশায়িব ১৪৫ টাকা (ওয়াফিলাইফ)

মা’রিফুল কোরআন (সংক্ষিপ্ত ২ খন্ড) কিনতে পারবেন নিচের লিংক থেকেঃ

মা’রিফুল কোরআন (২ খন্ড)

মা’রিফুল কোরআন সম্পূর্ণ (৮ খন্ড) কিনতে পারবেন নিচের লিংক থেকেঃ

মা’রিফুল কোরআন সম্পূর্ণ (৮ খন্ড)- রকমারি ৩৭৭৯ টাকা

আমাদের প্রদানকৃত কোরআনের পিডিএফ, অথবা সরাসরি আপনার ঘরের কোরআনই সাথে রাখতে পারেন।

এছাড়া আমরা সময়ে সময়ে কোরআনের তরজমার নির্ভরযোগ্য এপ, প্রোগ্রাম ইত্যাদি প্রদান করবো।

জরুরি গ্রন্থগুলোর পিডিএফ ও এপঃ

এসো আরবী শিখি – সকল খন্ড একসাথে। ডাউনলোড বাটনে চাপ দিয়ে ডাউনলোড করে নিন।

কোরআন কারীম

এছাড়া কোরআনের তরজমার গ্রহণযোগ্য এপ হিসেবে নিচের লিংকের এপটি নিতে পারেনঃ

Al Quran (Tafsir & by Word)

এছাড়া কোরআনের খুব মজার একটি মেসেঞ্জার বট আছে। যেখানে আপনি যেকোনো শব্দ মেসেজ করলেই ফিরতি মেসেজে সেই শব্দের যত আয়াত আছে সব আপনাকে দেয়া হবেঃ

কোরআন বট

মিজানুসসরফ ও মুনশায়িব-

উপরের এই তিনটি গ্রন্থ অবশ্যই লাগবে।

এছাড়া যাদের কাছে মা’রিফুল কোরআন আছে সেটির সহায়তা নিতে পারবেন। মা’রিফুল কোরআনের ৮ খন্ড পিডিএফ ফাইল নিচে দেয়া হলো। কারও দরকার মনে হলে নিয়ে রাখতে পারেন।

এছাড়া কসাসুল কোরআন নিজে পড়ার জন্য নিতে পারেন নিচের দশ খন্ডের পিডিএফঃ

১ম খন্ড
২য় খন্ড
৩য় খন্ড
৪র্থ খন্ড
৫ম খন্ড
৬ষ্ঠ খন্ড
৭ম খন্ড
৮ম খন্ড
৯ম খন্ড
১০ম খন্ড

আল্লাহ আমাদেরকে উপকারী ইলমের জন্য একত্রিত করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *