‘উম্মুস সুন্নাহ গ্রন্থ অধ্যয়ন’ প্রতিযোগীতার ফলাফল

উম্মুস সুন্নাহ তথা হাদিসে জিবরীলের ইলম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইকরা অনলাইন একাডেমি ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ আয়োজন করেছিলো ‘উম্মুস সুন্নাহ গ্রন্থ অধ্যয়ন’ শীর্ষক দ্বীনের মৌলিক ইলম অর্জনের প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ আশানুরূপ অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীতাটি শেষ হয়েছে। আমাদের হাতে বিজয়ীদের তালিকা এসে পৌঁছেছে।

বিজয়ীরা ছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য আমাদের আসন্ন ফরজে আইন ৪র্থ ব্যাচে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। আর বিজয়ীরা ইকরা অনলাইন একাডেমীর পেইজে ইনবক্স করে নিজ নিজ পুরষ্কার বুঝে নিন।

নিচের তথ্যগুলা লিখে ইনবক্স করবেন:

বিজয়ী লিস্টে আপনার সিরিয়াল নাম্বার:
আপনার জিমেইল এডরেস:
নাম:
ঠিকানা:
ফোন নাম্বার:

প্রদান করবেন। সময়মত আপনাদের হাদিয়া পাঠিয়ে দেয়া হবে। ইন শা আল্লাহ। আগামী ১ সপ্তাহের মধ্যে যোগাযোগ না করলে পুরস্কার বাতিল করা হবে।

যারা বিভিন্ন কোর্স জিতেছেন তাঁরা শীঘ্রই কোর্সে এনরোল করে নেয়ার জন্য পেইজে যোগাযোগ করে স্টুডেন্ট আইডি নিয়ে রেজিস্ট্রেশন কনফার্ম করে নিন। বিশেষ করে ফরজে আইন প্রোগ্রাম যারা জিতেছেন তাদেরকে দ্রুততম সময়ে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। কারণ আগামী ১৫ জুলাই থেকেই দারস শুরু হয়ে যাবে। বি ইযনিল্লাহ।

বিজয়ীদের তালিকা ও প্রাপ্ত পুরস্কারের বিবরণঃ

প্রত্যেকের জিমেইল এড্রেস থেকে শেষের অক্ষরটি মুছে দেয়া হয়েছে প্রাইভেসীর উদ্দেশ্যে।

১। [email protected] এহরাম সেট + আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন ও উম্মুস সুন্নাহ কোর্স।
২। [email protected] এহরাম সেট + ফরজে আইন ও উম্মুস সুন্নাহ কোর্স।
৩। [email protected] এহরাম সেট + ফরজে আইন ও উম্মুস সুন্নাহ কোর্স।
৪। [email protected] আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন প্রিমিয়াম কোর্স।
৫। [email protected] আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন প্রিমিয়াম কোর্স।
৬। [email protected] আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন প্রিমিয়াম কোর্স।
৭। [email protected] আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন প্রিমিয়াম কোর্স।
৮। [email protected] আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন প্রিমিয়াম কোর্স।
৯। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১০। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১১। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১২। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১৩। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১৪। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১৫। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১৬। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১৭। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১৮। [email protected] বই + ফরজে আইন কোর্স।
১৯। [email protected] বই + ফরজে আইন কোর্স।
২০। [email protected] বই + ফরজে আইন কোর্স।
২১। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২২। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২৩। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২৪। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২৫। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২৬। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২৭। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২৮। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
২৯। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
৩০। [email protected] বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
৩১। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩২। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩৩। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩৪। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩৫। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩৬। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩৭। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩৮। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৩৯। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪০। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪১। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪২। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪৩। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪৪। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪৫। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪৬। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪৭। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪৮। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৪৯। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স
৫০। [email protected] ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স

প্রত্যেকের নিজ নিজ মেইলে iqraoa313 জিমেইল থেকে রেজাল্টের মেইল পাঠানো হয়েছে। যারা ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্সের অপশন পেয়েছেন তাঁদের কেউ ফরজে আইন সিলেক্ট করলে আজকের আগামীকালের মধ্যেই ভর্তি কনফার্ম করবেন। আল্লাহ সকলের ইলমকে আমলে পরিণত করে দিন। ইসলাম ও মুসলিম উম্মাহের জন্য জীবনের বিশেষ অংশ ব্যয় করার তাওফিক দিন। আমিন।

পরিশিষ্টঃ প্রত্যেকের কাছে প্রতিযোগীতাটি সম্পর্কে অভিমত, অনুভূতি কিংবা রিভিউ কাম্য। যারা মতামত জানাবেন অনুগ্রহ করে আমাদের পেইজের ইনবক্সে লিংক বা লেখাটি পাঠিয়ে দিবেন। আমরা আপনার মতামতটি আমাদের অফিসিয়াল পেইজে প্রকাশ করবো। জাযাকুমুল্লাহ খায়র।